গতকাল অর্থাত্ মঙ্গলবার রাতেই গোয়া থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে ইউটিউবার রোদ্দুর রায়কে। আজ কিছুক্ষণ পরেই ব্যাঙ্কশাল কোর্টে প্রোডিউস করা হবে তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগেই মঙ্গলবার গ্রেফতার করা হয় এই সোশ্যাল মিডিয়া স্টারকে। গত কাল বিমানবন্দরে নামার পরেই তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ঠিক কোন কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনও তাঁর স্পষ্ট ধারনা তৈরি হয়নি।