ইউটিউবার রোদ্দুর রায় গ্রেফতার। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় রোদ্দুর রায় গ্রেফতার। গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয়েছে। রোদ্দুর রায়কে গ্রেফতার করল লালবাজারের সাইবার ক্রাইম, গুন্ডাদমন শাখা। একাধিক থানায় ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রোদ্দুর রায়ের অশালীন মন্তব্যের অভিযোগ। কাল রোদ্দুর রায়কে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। এই প্রসঙ্গে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী বলেন, 'রবীন্দ্রসঙ্গীতের বিকৃতি ঘটিয়ে নাম করেছেন। ওঁর কপাল ভাল যে বাংলায় আছেন।রোদ্দুর রায়ের অশালীন ভাষার যেন এবার সমাপ্তি হয়। উনি সব কিছুতেই প্রতিবাদ করেন। ভাল হোক বা খারাপ। উনি যা করেছেন তাতে দল মত নির্বিশেষে প্রতিবাদ করা উচিত।'