জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার দায়ের করা আপিল গ্রহণ করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।
বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ জানান, জামিনের বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী রোববার।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদনের ওপর শুনানি হয়। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত জানায়, রোববার বেলা দুটায় জামিনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।