কারাগারে তেলোপোকার কামড়ে, আর ভয়ে অতিষ্ট হয়ে পরেছেন বেগম খালেদা জিয়া। নিম্ন মানের খাবার আর রাতভর তেলাপোকার আক্রমনে প্রচন্ড ক্ষুদ্ধ বিএনপি চেয়ারপারসন বলেছেন, ‘আমি তোমাদের সবাইকে চিনে রাখছি। তোমাদের সবাইকে আমি দেখব। তোমরা কি পেয়েছো?’
বন্ধী হবার পর থেকে এ পর্যন্ত বেগম জিয়া জেলের খাবার একবারো খাননি। বাড়ি থেকে আনা খাবার না দেওয়ায় তিনি জুস আর ফল খেয়ে রাত্রি যাপন করেছেন বলে জানা গেছে ।
জানা গেছে তেলাপোকার আক্রমন শুরু হয় গত রাত ১২ টার দিকে । আকস্মিকভাবে বেগম জিয়ার চিৎকারে ছুটে আসেন দুজন নারী কারারক্ষী। কারারক্ষীদের ভাষ্যমতে-
বেগম জিয়া একটি তেলাপোকা দেখে ভয়ে সোফায় পা তুলে চিৎকার করছিলেন। পরে ওই দুই কারারক্ষী তেলাপোকা সরিয়ে দিলেও বেগম জিয়া খুশি হননি। বেগম জিয়া কারারক্ষীদের উর্ধতন অফিসারদেরকে ডাকতে বলেন।
উলেখ্য যে জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার রায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গত ৮ ফেব্রুয়ারী মামলার রায় হবার পর থেকে নীরবে নিভৃতে কারাগারের অন্ধ কুটরিতে রাত্রি যাপন করছেন বেগম খালেদা জিয়া।