ফাঁসি চাই (Chamok, Rabbi & friends)

2013-02-08 8

...যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গানটি তৈরি। ভুলগুলো ক্ষমা করবেন...
অনেক সয়েছি লজ্জা গ্লানি আর তো সীমা নাই
এই মুহূর্তে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই

যাদের দ্বারা একাত্তরে নেমেছে অন্ধকার
এই মাটিতে ওদের আর নেইতো অধিকার
আমার মায়ের সে কষ্টগুলো আজও মেটে নি, তাই
সারা পৃথিবী এক হয়ে সে কলঙ্ক মুছতে চাই
অনেক সয়েছি লজ্জা গ্লানি আর তো সীমা নাই
এই মুহূর্তে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই

রাজাকার আল বদরেরা, নির্ভয়ে আজও ওরা .
যখন দর্পভরা বুকে সামনে হেঁটে যায়
তখন শোন পেতে কান তিরিশ লক্ষ শহীদ প্রাণ
কষ্টে দুঃখে হতাশায় গুমরে কাঁদে হায়
এক নদী রক্ত তবে গেল কি বৃথায়

না-না-না-না-না

তোমার চোখের ভেতর যদি
বহে সে রক্তের নদী
যদি তোমার হৃদয়তলে
প্রতিশোধের আগুনজ্বলে
বজ্রকন্ঠে হুঙ্কারে বলো, 'আজ দাবি একটাই
এই মুহূর্তে সেই নরপশুদের ফাঁসি চাই'
অনেক সয়েছি লজ্জা গ্লানি আর তো সীমা নাই
এই মুহূর্তে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই

কথা,সুরঃ চমক হাসান
গিটারঃ ফজলে রাব্বি
চিত্রগ্রহণঃ ইফতেখার হোসেন শোভন
কণ্ঠঃ চমক,দীপেশ,পিকুল,আহসান,ফয়সাল, শান্ত,সাকিব,বহ্নি, টুনি, রীমা, পূষণ,