আওয়ামী লীগ আবার ফিরে আসছে || Pinaki Bhattacharya || The Untold
হাসিনার দল যতোই লাফালাফি করুক তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। ইলেকশনে দাড়াইতে পারবে কিনা জানিনা। দাড়াইলেও মাইর একটাও মাটিতে পড়বে না। আওয়ামী লীগ এমনিতেই ভিতুর দল। পুলিশ ছাড়া ওদের পৌরুষ জাগেনা। মাইরের ভয়ে ওরা গর্ত থিকা মাথা বাইর করবে না। অতি উৎসাহী যারা মিছিল টিছিল করতেছে ওরাও প্যাকেট হইয়া যাবে। যাই হোক তাইলে আওয়ামী লীগ ফিরবে কীভাবে?