কেন পিছু পিছু আসো । Keno Pichu Pichu Asho । Love Song । #song #banglasong #newsong

2024-09-30 28

কেন পিছু পিছু আসো । Keno Pichu Pichu Asho । Love Song । #song #banglasong #newsong




গানের নাম : কেন পিছু পিছু আসো

ছেলে: তুমি কেন পিছু পিছু আসো,
আমার স্বপ্নে, আমার পথে,
চুপচাপ বসে থাকা চোখে,
তোমার ছোঁয়া লাগে, মনের তটে।

মেয়ে: তুমি জানো না, তুমি জানো না,
তোমার ছায়ায় আমি লুকাই,
তোমার সুরে, তোমার হাসিতে,
আমার মনটা হারিয়ে যায়।

ছেলে: তোমার কথা ভাবলেই,
আকাশ ভরে যায় আলোয়,
তুমি কি জানো কেমন লাগে?
হৃদয়ে জ্বলে চাঁদতারা।

মেয়ে: তোমার হাতের ছোঁয়া পেলে,
সবকিছু হয় এক নয়া জগত,
তুমি জানো না কতটা ভালোবাসি,
তোমায় ছাড়া সব কিছু সাদামাটা।

ছেলে ও মেয়ে: কেন পিছু পিছু আসো তুমি,
এই মনেতে, হৃদয়ের ধ্বনিতে,
তুমি ছাড়া কই পাবো শান্তি,
তুমি আমার সুখের বীণাতে।

ছেলে: তুমি আছো, থাকো পাশে,
এই ভালোবাসার মেঘে।

মেয়ে: তোমায় ছাড়া স্বপ্ন দেখি না,
তুমি তো আমার হৃদয়ের ধ্বনি।


---

এই গানটি দুই জনের মিষ্টি প্রেমের অনুভূতি প্রকাশ করে, যেখানে একজন আরেকজনের কাছে আসার কারণ খুঁজছে এবং তাদের প্রেমের বন্ধন গভীর হচ্ছে।


#palligramtv #kenopichupichuaso #riyajnewsong #palligramtv #palligramtvnewvideo
#englishsong #music #englishsong

sofiker natok, sofiker video, sofik, palli gram, palli gram tv sofiker er natok, pali gram tv, comedy video, comedy scenes bangla, funny video, bangla cartoon, bangla natok, bangla new natok 2022, gramer golpo, hasir video, riyaj, tuhina, bishu miah
miah81