নিম্নচাপ ও ভারী বৃষ্টিতে পলাশপায় গ্রামের মাচা ভাঙার আতঙ্ক

2024-09-17 0

বিগত কয়েকদিনের নিম্নচাপ ও অবিরাম ভারী বৃষ্টির কারণে পলাশপায় গ্রামের নদীতে জলের চাপ ক্রমশ বাড়ছে। সাথে কচুরিপানা আটকে গিয়ে বাঁশের মাচা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গ্রামবাসীরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন, কারণ নদীর উপর নির্ভরশীল এই মাচাগুলোই তাদের জীবিকা ও যাতায়াতের প্রধান উপায়।

#নিম্নচাপ #ভারীবৃষ্টি #পলাশপায় #জলচাপ #কচুরিপানা #মাচাভাঙা #গ্রামজীবন #প্রাকৃতিকদুর্যোগ #জীবিকারঝুঁকি #নদীরউপরনির্ভরশীল #বাঁশেরমাচা

Videos similaires