#BengalNews #JuniorDoctorsProtest #RGKarMedicalCollege
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই গ্রেফতার করেছে। এই গ্রেফতারির পর উল্লাসে ফেটে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে তাঁরা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে অনড় রয়েছেন। এদিকে, নির্যাতিত তরুণী চিকিৎসককে সম্মান জানিয়ে রাজ্য সরকার বিধানসভায় ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ পেশ করতে চলেছে।
#RGKarMedicalCollege #SandeepGhoshArrested #CBICrackdown #MedicalCollegeCase #JuniorDoctorsProtest #VineetGoyalResignation #WestBengalLaw #AparajitaNariBill #DoctorJustice #BengalNews