২০০ চারাগাছ লাগিয়ে টুকরিয়াঝাড় বন দফতরের উদ্যোগে বনমহোৎসব

2024-07-19 0

রাজ্যে জুড়ে চলছে অরণ্য সপ্তাহ উদযাপন। ২০০টি চারাগাছ রোপণের মাধ্যমে নকশালবাড়ি টুকরিয়াঝাড় বন দফতরের উদ্যোগে পালিত হল বনমহোৎসব। বৃহস্পতিবার এ উপলক্ষ্যে দ্বারাবকাসে একটি অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।