সবজির কালোবাজারি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনের হস্তক্ষেপ

2024-07-11 0

সবজির কালোবাজারি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনের হস্তক্ষেপ
মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণ অভিযান শুরু করার পরেই একাধিক অসঙ্গতি নজরে এলো জলপাইগুড়ি জেলা প্রশাসনের, যার মধ্যে খুচরো কাঁচা সবজি ব্যবসায়ীদের হাতে পাইকারি বাজার থেকে কেনা সবজির কোন পাকা বিল যেমন পাওয়া যায়নি। একইভাবে পাইকারি বাজারে কাঁচা সবজি নিয়ে কালোবাজারি করার অভিযোগ সামনে এসেছে।
অন্যদিকে, কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই টাস্ক ফোর্স কোচবিহার ভবানীগঞ্জ বাজারে খুচরা পাইকারি দোকানগুলো পরিদর্শন করে। কোচবিহার অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্তের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।
#newsmetrobangla #newsfeed #NewsUpdate #jalapiguri #jalpaigurinews #Coochbehar #CoochbeharNews #blackmarketting

Videos similaires