হাদীস নং ৮। সংক্ষিপ্ত ৪০ হাদীস বাংলায়। (ইসলাম গরহণ করো, তাহলে সকল প্রকার মন্দ, নোংরামী এবং ক্ষতি থেকে সুরক্ষিত থাকবে)

2024-06-10 0

রাসূলুল্লাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি আমার উম্মতের ফায়দার কথা চিন্তা করে, চল্লিশটি হাদীস মুখস্থ করবে, কিয়ামত দিবসে সে আলেম এবং শহীদগণের জামাতের সঙ্গে উঠবে। তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছে, সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন।’

হযরত সায়্যেদুল মুরসালীন (সা.)-এর মুখনিঃসৃত বাণী থেকে নির্বাচিত ৪০ হাদীস যা সহজেই আমরা সকল বয়সীরা মুখস্ত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতা’আলা আমাদের সকলকে ৪০ হাদীস মুখস্ত করা ও এই হাদীসের উপর আমল করার তৌফিক দান করুন। আমীন।

এই ভিডিওতে ৮ নং হাদীসটি উল্লেখ করা হয়েছে।

৮। اَسْلِمْ تَسْلَمْ
অর্থঃ ইসলাম গরহণ করো, তাহলে সকল প্রকার মন্দ, নোংরামী এবং ক্ষতি থেকে সুরক্ষিত থাকবে।
ব্যাখ্যা: কেননা, ইসলাম সকল প্রকার মন্দ, নোংরামী কাজ কর্মকে সমর্থন করেনা এবং অপ্রীতিকর ও অশোভনীয় বিষয় পরিত্যাগ করার শিক্ষা দিয়ে থাকে। একারণেই ইসলামকে শান্তির ধর্ম বলা হয় ।

Videos similaires