একদিন মাটির ভেতরে হবে ঘর ও মন আমার

2024-05-20 16

একদিন মাটির ভেতরে হবে ঘর
ও মন আমার, কেন বান্ধো দালান ঘর?
ও মন আমার, কেন বান্ধো দালান ঘর?
একদিন মাটির ভেতরে হবে ঘর
ও মন আমার, কেন বান্ধো দালান ঘর?
ও মন আমার, কেন বান্ধো দালান ঘর?
প্রাণপাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে
বন্ধু-বান্ধব যত, হায়
বন্ধু-বান্ধব যত, মাতা-পিতা, দারা-সুত
বন্ধু-বান্ধব যত, মাতা-পিতা, দারা-সুত
সকলই হবে তোমার পর
রে মন আমার, কেন বান্ধো দালান ঘর?
রে মন আমার, কেন বান্ধো দালান ঘর?
একদিন মাটির ভেতরে হবে ঘর
রে মন আমার, কেন বান্ধো দালান ঘর?
রে মন আমার, কেন বান্ধো দালান ঘর?
দেহ তোমার চর্মচর, গলে-পঁচে যাবে
শিরা-উপশিরাগুলি ছিন্নভিন্ন হবে
মণ্ডু-মেরুদণ্ড
মণ্ডু-মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড
মণ্ডু-মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড
পড়ে রবে মাটির উপর
রে মন আমার, কেন বান্ধো দালান ঘর?
একদিন মাটির ভেতরে হবে ঘর
রে মন আমার, কেন বান্ধো দালান ঘর?
রে মন আমার, কেন বান্ধো দালান ঘর?
রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ
সোনা-দানা কত কী আর, রাজকী পোশাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে
প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে
গায়ে দেবে মারকিন থান
রে মন আমার, কেন বান্ধো দালান ঘর?
একদিন মাটির ভেতরে হবে ঘর
রে মন আমার, কেন বান্ধো দালান ঘর?
রে মন আমার, কেন বান্ধো দালান ঘর?