বর্তমান সময়কালে ক্যারাটে একটা খেলার পাশাপাশি নিত্য দৈনন্দিন জীবনের প্যাশান হয়ে উঠেছে। শুধু তাই নয় ক্যারাটে এখন সকলেরই প্রাত্যহিক কার্যে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছে। স্কুল থেকে কলেজ সর্বত্রই এখন ক্যারাটের নলেজ চোখে পড়ার মতো নজরকারা সাফল্যের সাড়া জুগিয়েছে। রাস্তাঘাটে একা চলাফেরার সাথে সর্বদা মেয়েদের ভরসার যোগান হিসেবে ক্যারাটে একটা অপরিসীম ভূমিকা পালন করে থাকে। আজ আমাদের ক্যামেরায় "All Bengal Sports Karate Do Federation" -র যোগাযোগের সামাজিক মাধ্যম গুলোয় এরকমি এক নজরকাড়া দৃষ্টান্ত চোখে পড়লো। কোচবিহার প্রধান শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত, "ছোট ঘুঘুমারি এ.পি প্রাথমিক বিদ্যালয়" প্রাঙ্গণে, "Foundation Of Mordern Sports Karate Do Federation" -র প্রতিষ্ঠাতা ও সভাপতি তথা ক্যারাটে প্রশিক্ষক অসিত কুমার দাস মহাশয়, তিনি বিগত ২০১৭ সাল অর্থাৎ দীর্ঘ ৭ বছর থেকে শহরের বিভিন্ন জায়গায় ছেলে-মেয়েদেরকে ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে আসছেন। সে সম্পর্কে বিস্তারিত তথ্যচিত্র যতটা পারলাম ক্যারাটে প্রচারের স্বার্থে সেগুলো আমাদের সামাজিক মাধ্যম গুলোয় তুলে ধরলাম।