ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের খেতাব জয়ী সৌরদীপ্ত কে শুভেচ্ছা প্রদান।

2024-04-11 3

দিনহাটা থানা পাড়ার বিশিষ্ট শিক্ষক পরিবারের মধ্যে বেড়ে ওঠা সৌর দীপ্ত ঘোষ, মাত্র ২ বছর ৪ মাস বয়সেই সকলকে তাক লাগিয়ে দিয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে জায়গা করে নিয়ে অর্জন করল বিশেষ সম্মানার খেতাব। আজকে আমাদের "All Bengal Sports Karate Do Federation" ক্যারাটে ক্রীড়া মহা সংগঠনের পক্ষ থেকে, সেই ইণ্ডিয়ান বুক অফ রেকর্ডের খেতাব জয়ী সৌরদীপ্ত কে শুভেচ্ছা প্রদান করা হলো।

Videos similaires