গাছের ফুল ও ফল বৃদ্ধির জন্য যাদুকরী এক উপাদান । Booster 2 for Plants. https://sirajtech.org/product/booster-2-for-plants/
মাত্র এক ফোটায় বাজিমাৎ করতে পারে এই “Booster 2″। এটি গাছের ফুল ও ফল বৃদ্ধির জন্য এক যাদুকরী উপাদান। সাধারনত গাছের ফুল ও ফলের সফল পরাগায়নের উপর নির্ভর করে তার ফলন কতটা হবে। যা “Booster 2” ম্যাজিকের মত করে দেয়। এটি ব্যাবহারের নিয়ম নিতি নিচে ব্যাখ্যা করা হল।
Booster 2 for Plants এর ব্যাবহারবিধি।
» একদম ভোরে অথবা বিকালে স্প্রে করার মাধ্যমে গাছে প্রয়োগ করতে হবে।
» ১ লিটার পানিতে ১ ফোটা এর বেশি দেয়া যাবে না। (বি.দ্র: কোনভাবেই অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবেনা)
» Indoor plant এ booster 2 ব্যাবহার না করাই ভালো, নিয়ম মত Outdoor plant এ ব্যাবহার করা।
» Time period টা খুবই গুরুত্বপূর্ণ, যে গাছের এখন ফুল ফোটার সিজন বা আগামি ১/২ মাসের মধ্যে ফুটবে, এমন সব গাছেই কেবল প্রয়োগ করবেন।
» বেগুন, মরিচ, সিম সহ অন্য সকল সবজির জন্যে ১০ লিটার পানিতে ৫/৬ ফোটা মিশিয়ে প্রথম ফুল আসার আগ পর্যন্ত ১০/১৫ দিন অন্তর প্রয়োগ করতে হবে।
» পেয়ারা, লেবু, কমলা, মাল্টা এই জাতীয় গাছের জন্যর ১০ লিটার পানিতে ১০ ফোটা মিশিয়ে প্রথম ফুল আসার পর থেকে ২০/২৫ দিন অন্তর প্রয়োগ করতে হবে।
» গাছে ফল ধরলে Booster 2 এর ব্যাবহার বন্ধ করে দিন।