Rahul Gandhi বললেন,'BJP ঘৃণা ছড়াচ্ছে, আমরা ভালবাসার দোকান খুলেছি'

2024-01-29 0

ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহারে প্রবেশ করলে, ফের বিজেপি, আরএসএসের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। বিহারে ন্যায় যাত্রা প্রবেশের এক জনসভায় হাজির হন রাহুল গান্ধী। সেখানেই বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে একযোগে তোপ দাগেন কংগ্রেস সাংসদ।