ছাতনা থানা চত্বরের পরিত্যক্ত কোয়ার্টার থেকে পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

2024-01-27 63

বাঁকুড়ার ছাতনা থানা চত্বরের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হল এই থানাতেই কর্মরত এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ। গতকাল গভীর রাতে এই মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটে। ওইদিন রতের দিকে ছাতনা থানায় কর্মরত হরেন্দ্রনাথ বাউরী (৪২) নামে এক কনস্টেবলকে দেখতে না পেয়ে সহকর্মীর খোঁজাখুঁজি শুরু করেন।এরপর পরিত্যক্ত কোয়ার্টারের সিলিংএ গলায় লাইলনের দড়ির ফাঁস লাগানো অবস্থায় হরেন্দ্রনাথকে দেখতে পান তারা।তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসক জানানা ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে বেশ কিছুক্ষণ আগেই।সহকর্মীরা দেখেন নতুন লাইলনের দড়ির ফাঁস লাগানো ছিল হরেন্দ্রনাথের গলায়। এই আত্মহত্যার ঘটনার নেপথ্যে পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ না, অন্যকোন কারণ রয়েছে? তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ছাতনা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে,মৃত হরেন্দ্রনাথ বাউরীর বাড়ি পড়শি জেলা পুরুলিয়ার মফস্বল থানা এলাকার পীররাগোড়িয়া গ্রামে। ছাতনা থানা থেকে পরিবারে খবর দিলে মৃতের স্ত্রী ও অন্যন্য আত্মীয়রা আজ ছাতনায় এসে পৌছান। মৃতের আত্মীয়রাও বুঝে উঠতে পারছেন না কেন আত্মঘাতী হল হরেন্দ্রনাথ।
এদিকে পুলিশ আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ছাতনা থানাতেও শোকের ছায়া নেমে এসেছে।

Videos similaires