ইরানে পাকিস্তানের হামলার জেরে ৯ জনের মৃত্যুর খবর মিলছে। প্রাথমিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ইরানে পরপর ৭টি জায়গায় হামলা চালায় পাকিস্তানি সেনা। আকাশ পথে চলে এই হামলা। পাক সেনার হামলার জেরে যে ৯ জন নিহত হন, তাঁদের মধ্যে ৭ জন ইরানের বাসিন্দা নন। সূত্রের তরফে এমন খবর মিলতে শুরু করেছে।