Parliament-এর অব্যাহত বরখাস্ত প্রক্রিয়া, মঙ্গলে সাসপেন্ড ৪৯ সাংসদ
2023-12-19
2
মঙ্গলবারেও অব্যাহত বিরোধী সাংসদদের বরখাস্ত করার প্রক্রিয়া। মঙ্গলবার লোকসভা থেকে আরও ৪৯ জন সাংসদকে বরখাস্ত করলেন স্পিকার ওম বিড়লা। সোমবার লোকসভা থেকে সাসপেন্ড হন ৩৩ জন সাংসদ। তার আগে আরও ১৪ জনকে বরখাস্ত করা হয়।