এক স্কুল ছাত্রীর আত্মঘাতীতে চাঞ্চল্য ছড়ালো বেথুয়াডহরি হাসপাতাল পাড়া এলাকায়লাকায় নাকাশীপাড়া বেথুয়াডহরি হাসপাতাল পাড়া এলাকায় এক স্কুল ছাত্রী রিথি কুন্ডু (18) গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।

2023-12-12 10

এক স্কুল ছাত্রীর আত্মঘাতীতে চাঞ্চল্য ছড়ালো বেথুয়াডহরি হাসপাতাল পাড়া এলাকায়
ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশীপাড়া বেথুয়াডহরি হাসপাতাল পাড়া এলাকায় এক স্কুল ছাত্রী রিথি কুন্ডু (18) গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। রীতি বেথুয়াডহরি সাহা পাড়া উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলন আজ তার পরীক্ষা ছিল । পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। । স্থানীয় সূত্রে জানা যায় ওই স্কুল ছাত্রী আজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারে বাড়ির লোকজনেরা। এর পর তাকে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । এরপর সেই মৃত দেহ নাকাশিপাড়া থানার পুলিশ থানায় নিয়ে আসে । সেখান থেকে শক্তিনগর মর্গে পাঠানো হল ময়নাতদন্তের জন্য । কি কারণে এ মৃত্যু সে নিয়ে তদন্ত করছেন নাকাশীপাড়া থানার পুলিশ।

Videos similaires