এবার নয়া ভিডিয়ো শেয়ার করল ইজরায়েলি সেনা। আইডিএফের শেয়ার করা ভিডিয়োতে দেখা যায়, আল শিফা হাসপাতালের যে এমআরআই ইউনিট রয়েছে,সেখান অস্ত্র মজুদ করে রেখেছে হামাস। এমআরআই ইউনিটের পাশাপাশি হাসপাতালের এমন অনেক গোপণ জায়গা রয়েছে, যেখানে হামাস অস্ত্র মজুদ করে রেখেছে বলে একটি ভিডিয়োতে প্রকাশ করে আইডিএফ।