Israel-Hamas War: Gaza-র হাসপাতালে ভয়াবহ রূপ, 'গণকবর'
2023-11-14
2
গজার অন্যতম বড় হাসপাতাল শিফায় হামলা চালায় ইজরায়েল। আইডিএফের হামলার জেরে শিফা হাসপাতালে ১৭৯ জনের জনের মৃত্যু হয়েছে বলে খবর। ফলে গাজার অন্যতম বড় হাসপাতাল শিফা কার্যত 'গণকবরে' পরিণত হয়েছে বলে দাবি প্যালেস্তাইনের।