Israel-Hamas War: Gaza-য় যুদ্ধ বিরতির অর্থ হামাসের কাছে 'আত্মসমর্পণ', যা সম্ভব নয়, বললেন Netanyahu

2023-10-31 1

গাজায় কোনও যুদ্ধ বিরতি হবে না। কড়া ভাষায় এমনই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গাজায় যুদ্ধ বিরতির অর্থ হামাসের কাছে আত্মসমর্পণ। তাই হামাসের কাছে ইজরায়েল কখনওই আত্মসমর্পণ করবে না বলে স্পষ্ট জানান নেতানিয়াহু।