Durga Puja 2023: মধ্য গগনে উৎসব, চলছে মহানবমীর পুজো

2023-10-23 1

প্রায় শেষ লগ্নে হাজির দুর্গোৎসব। সোমবার সকাল থেকে শুরু হয়েছে মহানবমীর পুজো। উৎসব যখন শেষের দিকে পৌঁছে যাচ্ছে, সেই সময় আনন্দ চেটেপুটে নিয়ে ব্যস্ত বাঙালি। উত্তর, দক্ষিণ কলকাতা থেকে শুরু করে জেলা, সর্বত্র শুরু হয়েছে মহা নবমীর পুজো।