Israel-Palestine War: 'পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব Hamas-কে', প্রতিজ্ঞা ইজরায়েলের

2023-10-12 1

হামাসকে ধ্বংস করবেন। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর প্রতিটি সদস্য এক একজন 'মৃত মানুষ'। হামাসের বিরুদ্ধে এবার এভাবেই সুর চড়ালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রিসভায় জরুরি বৈঠকের ডাক দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সেখানেই এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাস অত্যন্ত হিংস্র। এই হিংস্রতাকে কোনওভাবে প্রশ্রয় দেওয়া হবে না।