Shah Rukh Khan কে খুনের হুমকি, Y+ ক্যাটারির নিরাপত্তা মোতায়েন

2023-10-09 2

লাগাতার খুনের হুমকি দেওয়া হচ্ছে শাহরুখ খানকে। কিং খানকে লাগাতার হুমকি দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই এবার তাঁর নিরাপত্তা আরও আঁটসাট করল মহারাষ্ট্র সরকার। এবার থেকে মহারাষ্ট্র সরকারের তরফে শাহরুখ খানকে ওয়াই প্লাস ক্যাটাগারির নিরাপত্তা দেওয়া হবে বলে জানানো হয়।