Sikkim Floods: মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে মৃত ১৪, নিখোঁজ ১০২ জন

2023-10-05 1

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। বুধবার মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে যে বিপর্যয় নামে, তার জেরে ১৪ জনের মৃত্যুর খবর মিলছে। পাশাপাশি সিকিম থেকে নিখোঁজ ১০২ জন। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে রাজ্য জুড়ে। মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে যে ভয়াবহ বিপর্যয় নামে, তার জেরে ওই রাজ্যে প্রায় ৩ হাজার পর্যটক আটকে।