Khalistani Terrorist Killing: India থেকে সরান ৪১ জন কূটনীতিককে, Canada-কে জানাল দিল্লি
2023-10-03 1
ভারত থেকে যাতে কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়, সে বিষয়ে দিল্লির তরফে জানানো হল ওট্টায়াকে। আগামী ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে কানাডার ৪১ জন কূটনীতিককে সরাতে বলা হয় দিল্লির তরফে। সূত্রের তরফে মিলছে এমন খবর।