Swara Bhasker এর সাধ, কেক কাটলেন ফাহাদের হাত ধরে

2023-09-18 0

মা হচ্ছেন স্বরা ভাস্কর। ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ের পরপরই সুখবর দেন বলিউড অভিনেত্রী। ফাহাদ আহমেদ এবার স্ত্রী স্বরাকে সারপ্রাইজ দিলেন। পাজামা পরেই তাই সারপ্রাইজ পার্টিতে হাজির হন অভিনেত্রী স্বরা ভাস্কর। যেখানে ফাহাদ আহমেদের পাশাপাশি স্বরার প্রিয় বন্ধুরাও হাজির হন।