Rian Fury: প্রবল বৃষ্টি, ধসে চাপা পড়ে Uttarakhand-এ মৃত আরও ৪

2023-08-22 0

প্রবল বৃষ্টির জেরে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে বিপর্যয় যেন কাটছে না। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে ভারি বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার তেহরি জেলার চম্বায় অতি বর্ষণের জেরে ধস নামে। যার জেরে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।