Himachal Pradesh: এক নাগাড়ে বৃষ্টিতে হিমাচলে ভেঙে পড়ল মন্দির, নিহত ৯

2023-08-14 0

ফের বিপর্যয় হিমাচল প্রদেশে। এবার হিমাচল প্রদেশে ভেঙে পড়ল শিব মন্দির। একটানা অতি বৃষ্টির জেরে ভেঙে পড়ে শিব মন্দিরটি। যার জেরে পরপর ৯ জনের মৃ্ত্যু হয় বলে খবর। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে।