Modi Surname Case-এ বড় স্বস্তি রাহুল গান্ধীর, ফিরতে পারে সাংসদ পদ
2023-08-04 4
মোদী পদবী মামলায় এই মুহূর্তে বড় স্বস্তি পেলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জেলে যাওয়ার উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ফলে মোদী পদবী মামলায় গুজরাটে সুরাট আদালত যে নির্দেশ দেয়, তা এই মুহূর্তে কার্যকর হবে না বলে জানা যাচ্ছে।