Kiara Advani এর হাত ধরে সাগরে ডুব সিদ্ধার্থর

2023-08-01 2

স্ত্রী কিয়ারার জন্মদিনে বিদেশে পাড়ি দিলেন সিদ্ধার্থ মালহোত্রা। কিয়ারার জন্মদিন নিভৃতে পালন করতেই বিদেশ পাড়ি দেন সিদ্ধার্থ। কিয়ারা এবং সিদ্ধার্থের সেই নিভৃতযাপনের ছবি উঠে এল সোস্যাল মিডিয়ায়। যা দেখে আপ্লুত তাঁদের অনুরাগীরা।