১৯৯৯ সালে ভারতীয় ভারতীয় সেনা পাকিস্তানকে পরাজিত করে। প্রতি বছর এই দিনে অর্থাৎ ২৬ জুলাইকে গৌরবময় দিন হিসেবে পালন করা হয় গোটা দেশ জুড়ে। এই দিনটিকেই প্রতি বছর \'কার্গিল বিজয় দিবস\'হিসেবে পালন করেন দেশের আপামর মানুষ।