Seema Haider Detained: অবৈধভাবে ভারতে প্রবেশ করা সীমা কি পাক গুপ্তচর? আটক

2023-07-18 1

পাকিস্তানি নাগরিক সীমা হায়দর এবং তাঁর প্রেমিক সচিন মীনার বাবা নেত্রপাল সিংকে ফের জেরা করবে উত্তরপ্রদেশের এটিএস। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে সীমা হায়দরের কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে ফের উত্তরপ্রদেশ এটিএসের তরফে জেরা করা হবে বলে খবর।