Uttarakhand-এ বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা, সতর্কতা
2023-07-17
2
হিমাচলের পর উত্তরাখণ্ড। বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা নদী। ফলে উত্তরাখণ্ডে জারি করা হয়েছে সতর্কতা। জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ, হরিদ্বার দিয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা নদী। দেবপ্রয়াগ, হরিদ্বারে জারি করা হয়েছে সতর্কতা।