Delhi Flood: যমুনার জল সুপ্রিম কোর্টের প্রবেশ দ্বারে, রাজঘাটে

2023-07-14 1

যমুনার জল বেড়ে দিল্লিকে যেভাবে জলমগ্ন করে দিয়েছে, তা আগে কখনও দেখা যায়নি। নাজেহাল দিল্লিবাসীর মুখে এবার এমন কথাই শোনা যাচ্ছে। গত কয়েক ঘণ্টায় যমুনার জল না বাড়লেও, তা এবার সুপ্রিম কোর্টের প্রবেশদ্বারের সম্মুখে পৌঁছে গিয়েছে।