মধ্যপ্রদেশে আদিবাসী শ্রমিকের গায়ে মূত্রত্যাগের জেরে গ্রেফতার করা হল প্রভেস শুক্ল নামে এক ব্যক্তিকে। প্রভেস শুক্লর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। প্রভেস শুক্লকে পুলিশ হেফাজতে নিয়ে তাঁকে জেরা করা হচ্ছে বলে খবর।