বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাজ পড়ে দুই মহিলার মৃত্যু। আহত আরও তিন মহিলা আহতদের ভর্তি করা হয়েছে অমরকানন গ্রামীণ হাসপাতালে। মৃত দুই মহিলার নাম চায়না লোহার (৬০) ও মায়া লোহার (৩৮)। আহত ও মৃত প্রত্যেকেই গঙ্গাজলঘাটি থানার তরকাবাইদ গ্রামের বাসিন্দা।
প্রতিদিনের মতো এদিন সকালে গ্রামের কয়েকজন মহিলা মিলে জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। কাঠ সংগ্রহ করে বাড়ি ফেরার সময শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ মুশলধারে বৃষ্টি। জঙ্গলের মাঝে বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা একটি গাছের তলায় আশ্রয় নেন। সেখানেই ঘটে বিপত্তি। সেখানেই আচমকা বাজ পড়ে। গাছের নিচে আশ্রয় নেওয়া ৫ মহিলাদের মধ্যে দুই জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।তাদের শরীর একেবারে ঝলসে যায়।
বাকি তিন মহিলাকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয় আসা হয় সেখানেই তাদের চিকিৎসা চলছে। এদিকে,এই ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।অন্যদিকে,অমকানন হাসপাতেলের বিছানায় শুয়ে এই মর্মান্তিক ঘটনায়ার বিবরন শোনালেন আহত রিঙ্কু লোহার।