Himachal Pradesh বিপর্যস্ত ভারী বৃষ্টিতে, মৃত্যু

2023-06-26 0

অসমের পর এবার হিমাচল প্রদেশ। একটানা ভারী বৃষ্টির জেরে হিমাচল প্রদেশ যেমন ধস নামতে শুরু করেছে, তেমনি হড়পা বানেও বিপর্যস্ত এই রাজ্য। বিপর্যয় মোকাবিলাকারী দলের তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশে একটানা বৃষ্টি, ধস, হড়পা বানের জেরে পরপর ৬ জনের মৃত্যু হয়েছে। আহত ১০ জন।