বন্যায় ভাসছে অসমের বেশ কিছু অংশ। অসমে বন্যার জেরে যখন আতঙ্ক বাড়তে শুরু করেছে, সেই সময় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে খবর। বন্যা দুর্গত এলাকায় আবার নতুন করে বিপর্যয় মোকাবিলাকারী ১০টি দলকে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ১২০ জনকে উদ্ধার করে এনডিআরএফ।