Dipika Kakar মা হলেন, পুত্রের আগমণের খবর জানালেন বাবা
2023-06-21
4
মা হলেন অভিনেত্রী দীপিকা কাকর। স্ত্রী দীপিকা পুত্র সন্তানের জন্ম দেওয়ায় খুশিতে উচ্ছ্বল অভিনেতা শোয়েব ইব্রাহিম। নির্দিষ্ট সময়ের আগেই তাঁদের পুত্র সন্তান পৃথিবীর আলো দেখেছে। সন্তানের জন্মের পর এমনই জানান অভিনেতা শোয়েব ইব্রাহিম।