Adipurush নিষিদ্ধর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি

2023-06-20 5

পরিচালকের ওম রাউতের আদিপুরুষ নিয়ে বিতর্ক অব্যাহত। প্রভাস, সইফ আলি খান এবং কৃতি শ্যনন অভিনীত অদিপুরুষের চিত্রনাট্যে এমন কিছু সংলাপ রয়েছে, যার বিরোধিতায় সরব বেশ কিছু সংগঠন। আদিপুরুষের স্ক্রিনিং শুরু হলে মহারাস্ট্র, জম্মু সহ দেশের একাধিক রাজ্যে বেশ কিছু সংগঠন বিক্ষোভ দেখায়।

Videos similaires