Cyclone Biparjoy: ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃত্যু, বিদ্যুৎহীন কয়েকশো গ্রাম

2023-06-16 0

কিছুটা কমল  ঘূর্ণিঝড় বিপর্যয়ের শক্তি। অতি শক্তিশালী থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল বিপর্যয়। গুজরাটে তাণ্ডব চালিয়ে এবার রাজস্থান অভিমুখে সরছে ঘূর্ণিঝড়। বিপর্যয়ের দাপটে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলছে। আহত ২২ জন।