Cyclone Biparjoy: ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে গর্জন সমুদ্রের, লাল সতর্কতা

2023-06-14 1

১৫ জুন গুজরাটের জাখাউতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। ১৫ জুন গুজরাটের জাখাউতে ঘূর্ণিঝড় আছড়ে পড়লে, তার প্রভাব ৮টি রাজ্যে পড়তে পারে। ফলে গুজরাট, মহারাষ্ট্রের পাশাপাশি কর্ণাটক, গোয়া, লক্ষদ্বীপ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং কেরলকে সতর্ক করা হয়েছে।

Videos similaires