Cyclone Biparjoy: ঘূর্ণিঝড় বিপর্যয় ধেয়ে আসছে, সরানো হল ৮ হাজার মানুষকে
2023-06-13
2
ঘূর্ণিঝড় বিপর্যয় ১৫ জুন গুজরাট পার করতে পারে। অতি তীব্র ঘূর্ণিঝড়ের দাপটে গুজরাটে বিপর্যয় নামতে পারে। ফলে ঘূর্ণিঝড় যাতে দাপট দেখালেও, সেখানকার মানুষকে যাতে নিরাপদে অন্যত্র সরানো যায়, সেই কাজ শুরু করেছে প্রশাসন।