Bipasha Basu: বেনারসিতে সাজ, বিপাশার মেয়ের অন্নপ্রাশন বাঙালি রীতিতে
2023-06-12
2
মেয়ের মুখে প্রসাদের ভিডিয়ো শেয়ার করলেন বিপাশা বসু। যেখানে লাল রঙের বেনারসি শাড়িতে সাজিয়ে ছোট্ট দেবীর মুখে ভাতের আয়োজন করা হয়। বিপাশা বসুকেও দেখা যায় লাল, সাদা সালওয়ার কামিজে সেজে দেবীর মুখে ভাতের অনুষ্ঠানে হাজির হতে।