Delhi Murder: সাক্ষীকে খুনের পর জঙ্গলে, উদ্ধার সাহিলের ছুরি

2023-06-02 15

দিল্লির রোহিনীতে ১৬ বছরের নাবালিকাকে কুপিয়ে খুনের ঘটনায় তার প্রেমিক সাহিলকে গ্রেফতার করেছে পুলিশ। সাহিলকে জেরা করে পুলিশ নিশ্চিত হচ্ছে খুনের মোটিভ ও কীভাবে সেটা করা হয়েছিল তা নিয়ে। যেখানে সাহিল নাবালিকাকে খুন করে সেখানে তাকে নিয়ে যায় পুলিশ। সাহিল যে ছুরি দিয়ে এই নৃশংস খুন করেছিল, সেটিও উদ্ধার হয়েছে।