Delhi Murder: সাহিলের কাছ থেকে দূরে থাক, মেয়েকে বলেও শেষরক্ষা হয়নি

2023-06-01 2

দিল্লিতে  নাবালিকা খুন কাণ্ডে একের পর এক তথ্য প্রকাশ্যে  আসতে শুরু করেছে। সাক্ষীর বাবা জানান, তাঁর মেয়ে জানিয়েছিল সাহিলের কথা কিন্তু বন্ধু হিসেবে। সাহিল তাঁদের সামনেও এসেছে। পরে যখন সাহিলকে নিয়ে তাঁর মেয়ে বাড়িতে কথা বলেন, সেই সময় তাঁরা তাকে পড়াশোনায় মন দেওয়ার পরামর্শ দেন।

Videos similaires